Type to search

‘চন্দ্রিমায় জিয়ার লাশ নেই, খালি বাক্স এনে গায়েবানা জানাজা হয়’

জাতীয়

‘চন্দ্রিমায় জিয়ার লাশ নেই, খালি বাক্স এনে গায়েবানা জানাজা হয়’

অপরাজেয়বাংলা ডেক্স
চন্দ্রিমায় জিয়ার কোনো লাশ নেই উল্লেখ করে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালি বাক্স এনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আর এ কীর্তির অন্যতম ছিলেন এরশাদ। যিনি নিজেই জানিয়েছিলেন বাক্সে কোন মরদেহ ছিল না।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী কথা বলেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও। প্রধানমন্ত্রী বলেন, মার্চের ২৬ তারিখ স্বাধীনতা দিবস। তাহলে ২৭ তারিখ ঘোষণা দিয়ে জিয়াউর রহমান কীভাবে প্রথম ঘোষক হোন।

এছাড়া, করোনা পরিস্থিতির মধ্যেও দেশে রেমিট্যান্স বেড়েছে উল্লেখ করে সংসদে প্রধানমন্ত্রী জানান, পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।

এদিকে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের দেওয়া উপহারের ঘর নির্মাণে দুর্নীতি বা অনিয়ম এবং সেগুলো ভাঙার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমার প্রশ্ন দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন? তাদের তো তদন্ত বন্ধ করার কথা নয়। তাদের তো তদন্ত চালু রাখতে হবে, তদন্ত করে দেখতে হবে। সেগুলো (ঘর) কারা ভাঙলো? তাদের উদ্দেশ্য কী ছিল? তারা কেন ভাঙলো? সেটা যদি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে, তাহলে তদন্ত করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে ৩০০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটির তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। এটাই আমার কথা।’

মিডিয়াতে কী লিখল আর টকশোতে কী বলল ওসব নিয়ে আমি দেশ পরিচালনা করি না, আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মানুষের একটা বদ অভ্যাস হয়ে গেছে কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরও বলবে এটা হলো না কেন ওটা হলো না কেন? আমি একটু বলব, এটা না বলে আগে কী ছিল আর এখন কী আছে সেটা দেখলেই তো হয়ে যায়। সেটা দেখতে পারবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোর জন্য কী কাজ করতে হবে, যেটা শিখেছি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আমি সেটাই কাজে লাগাই। মানুষ তার সুফল পাচ্ছে কি না? সেটা যাচাই করি। কে কী বলল ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করিও না। এটা হলো বাস্তবতা।’সূত্র,ডিবিসি নিউজ