Type to search

চৌগাছা মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মাছ ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময়

চৌগাছা

চৌগাছা মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মাছ ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময়

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বাজার মাছ ব্যাবসয়ীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টার সময় মাছ বাজার ব্যাবসয়ী সমবায় সমিতির চত্বর মা ইলিশ সংরক্ষণ -১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রজননক্ষম ইলিশ রক্ষা কার্যক্রম ও সারাদেশে ইলিশ আহারণ, পরিবহন, ক্রয়-বিক্রয় , মজুদ, বিনিময় নিষিদ্ধ থাকবে।মাছ ব্যবসায়ী কোন প্রকার অসৎ অবলম্বন করলে দন্ডনীয় অপরাধ শাস্তিও জরিমানা থাকতে। এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ, বাজার মৎস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ইরামুল অর রশিদ টিটো,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমসন, আল্লাহর দান ফিস সাপ্লাইয়ার্স পক্ষে শহিদুল ইসলাম, ইল্লাল্লহ মৎস্য ভান্ডার পক্ষে রোকনুজ্জামান সুমন, কপোতাক্ষী ফিস সাপ্লাইশার্স পক্ষে মাসুদ রানা,
মায়ের দোয়া ফিস সাল্পইয়ার্স পক্ষে আনোয়ার হোসেন, চৌগাছা মৎস্য ভান্ডার পক্ষে হুসে আহমেদ, মেঘনা ফিস সাপ্লাইয়ার্স পক্ষে শইদুল ইসলাম, সোনার বাংলা ফিস সাপ্লাইয়ার্স পক্ষে শাহিনুর রহমান, মাছ ব্যবসায়ী আব্দুর রশিদ প্রমুখ।