Type to search

গণস্বাস্থ্যের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ

জাতীয়

গণস্বাস্থ্যের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটি-পিসিআর ল্যাব, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের হাসপাতাল শাখার পরিচালক মো. ফরিদ হোসেন মিয়া।

পরিচালক আরো বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি পাঠিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। ওই চিঠিতে আমাদেরকে হাসপাতালে গিয়ে ল্যাব ও প্লাজমা সেন্টার দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। চিঠি পাওয়ার পর আমরা জানতে পারি গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টার ও ল্যাব আছে। যেটার কোনো অনুমোদন স্বাস্থ্য অধিদপ্তর দেয়নি।’

ফরিদ হোসেন মিয়া আরো বলেন, ‘যেহেতু আমরা ওই জাতীয় প্রতিষ্ঠানের কোনো অনুমতি দেইনি সেহেতু আজ দুপুরে আমি গণস্বাস্থ্যের পরিচালককে ফোন করে এসব বন্ধের নির্দেশ দিয়েছি।’

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আজ দুপুর ১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে বলেন, ‘আপনাদের অনুমোদন নেই এবং আরটি-পিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন। কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আরটি-পিসিআর ফর কোভিড-১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে।’

সূত্র:এনটিভি অনলাইন

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *