কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কার্য নিবার্হী পরিষদের নাম শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাব হলরুমে নির্বাচন কমিশনের প্রধান আব্দুস সালাম কার্য নিবার্হী পরিষদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন । নির্বাচিতরা হলেন সভাপতি আশরাফ উজ জামান খান, সহ সভাপতি আব্দুস সাত্তর মোল্ল্যা ও আব্দুল হাই সিদ্দিক, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও এমআর মইন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নিবার্হী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কবীর হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম । এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী