কেশবপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন
কেশবপুর প্রতিনিধি-যশোরের কেশবপুরে উপজেলা নির্বাহী অফিসার ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাক্তার মোছা. সাদিয়া রায়হান ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে সমন্বয় করে কাজ করতে পারলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সেবা সবাই পাবে এবং সরকারের উদ্দেশ্যে সফল হবে। সে জন্য আমাদেরকে সমন্বয় করে কাজ করতে হবে। সেবা ও প্রচার সপ্তাহ ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পালন করা