Type to search

লাইসেন্স বিহীন গাড়ি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হবে ; জেলা প্রশাসকের পুরস্কার

অভয়নগর

লাইসেন্স বিহীন গাড়ি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হবে ; জেলা প্রশাসকের পুরস্কার

কামরুল ইসলাম, অভয়নগর
লাইসেন্স বিহীন কোন গাড়ি সড়কে চললে স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থী আলীম হোসেনের উদ্ভাবিত এ গাড়ির জন্য তাকে জেলা প্রশাসক পুরস্কিৃত করেছেন। কম্পিউটার ডিভাইস যুক্ত এ নমুনা গড়িতে আরো সুবিধা আছে দ্রæত গতিতে চলা অবস্থায় হটাৎ করে ঝুঁকিপূর্ণ কোন গাড়ি বা জীবজন্তু সামনে পড়লে সতর্ক করার জন্য এলাম বেজে উঠবে এবং ব্রেক হবে। চালকের চোখে থাকবে সেন্সার যুক্ত চশমা ঘুম আসলে ওই চশমার ভাইব্রেশনে ঘুম ভেঙ্গে যাবে। এছাড়া মাদক সেবন করে গাড়িতে কেউ উঠলে গাড়ি স্টাট হবে না। গত ৩ ও ৪ ডিসেম্বর যশোর কালেক্টর চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় তার এ আবিষ্কারের জন্য প্রথম পুরস্কাওে পুরষ্কৃত করা হয়। এছাড়া তার আরো একটি উল্লেখযোগ্য আবিস্কার হলো হোম অটোমেশন। হোম অটোমেশন সংযুক্ত থাকলে পাস ওয়ার্ড ছাড়া বাড়িতে প্রবেশ করা যাবে না। ঘরে ঢোকার পর স্বযংক্রিয় ভাবে ল্ইাট, ফ্যানের সুইচ অন হয়ে যাবে একই ভাবে ওয়াশ রুমে ঢুকলেও সুইচ টেপার প্রয়োজন হবে না। রান্না ঘরে থেকে গ্যাস লিকেজ হলে স্বয়ংক্রিয় ভাবে জানলা ঘুলে ঘরের গ্যাস বাইরে বের হয়ে দুর্ঘটনা এড়াবে।
আলিম হোসেন এর আগে গত নভেম্বর মাসে যশোরে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তার ওই একই উদ্ভাবনের জন্য প্রথম পুরস্কারে ভুষিত হন। সে যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ম্যাকানিক্যাল ট্রেড’র ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আব্দুল হালিম মোল্যার ছেলে। এক সাক্ষাত কারে তিনি জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরো অনেক কিছু আবিস্কার করতে পারবেন।