কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকসহ ৩ জন আহত
যশোরের কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক আবুল কালাম আজাদ ইকতিয়ারসহ তিনজন আহত হয়েছেন । খবর পেয়ে কেশবপুর থানার এসআই আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিক সহ আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ঐ সাংবাদিক কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার আলতাপোল মিরপাড়া গ্রামের মৃত অবেদ আলী সরদারের পুত্র আবুল কালাম আজাদ ইকতিয়ার এর সাথে আলতাপোল গাজী পাড়া এলাকার মৃত খেজের আলী গাজীর পুত্র আব্দুল মান্নান গাজী ও একই এলাকায় বসবাসকারী তার ভাগ্নে আব্দুস সাত্তার মোড়ল এর পুত্র শরিফুল ইসলাম মোড়লদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২৫ এপ্রিল বিকাল চারটার দিকে তারা সংঘ বদ্ধ হয়ে বাঁশের লাঠি লোহার রড কুড়াল ও দা নিয়ে সাংবাদিকের বসতবাড়ি সংলগ্ন জমিতে অনধিকার প্রবেশ করে গোয়াল ঘর তৈরি করতে থাকে । এ সময় তাদেরকে বাধা দিতে এলে তারা সাংবাদিক আবুল কালাম আজাদ ইকতিয়ার, ছেলে মুশফিক আজাদ ও ভাগ্নে আসিফ আকাশকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে, প্রতিপক্ষের হামলায় আহতরা রক্তাক্ত জখম হয় । এ ঘটনায় কেশবপুর থানায় উল্লেইখত চারজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন আসামির বিরুদ্ধে কেশবপুর থানা লিখিত অভিযোগ হয়েছে ।