Type to search

আজ করোনায় সংক্রমিতের হার কমেছে

জাতীয়

আজ করোনায় সংক্রমিতের হার কমেছে

অপরাজেয় বাংলা ডেক্স-  করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে সংক্রমিতের সংখ্যা কমেছে, তবে বেড়েছে মৃত্যুর হার। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩০৯ জন এবং মারা গেছে ৯ জন। নতুন করে কোনো রোগী সুস্থ হয়ে ওঠেনি।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪২২টি এবং পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ৩০৯ জন। এখানে উল্লেখ করতে চাই, গতকাল শুক্রবার থাকার কারণে আমাদের দুয়েকটি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান যারা টেস্ট করেননি, তারা আমাদের রিপোর্ট প্রদান করেননি। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি ৪ হাজার ৯৯৮ জন।’

তিনি বলেন, ‘দুঃখের সাথে জানাই আমাদের গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। আমরা লিঙ্গভেদে যে তথ্য দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। মৃতদের মধ্যে আজকে মহিলা ৫ জন, পুরুষ ৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ১৪০ জন।’

বয়সের বিশ্লেষণ করে নাসিমা সুলতানা বলেন, ‘আজকে মৃত ৯ জনের মধ্যে ৭ জনেরই বয়স সত্তরোর্ধ্ব। তাদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। ষাটোর্ধ্ব একজন। এই ৯ জনের মধ্যে ঢাকায় ৩ জন। ঢাকার বাইরে ৬ জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ২ জন। টাঙ্গাইল ১, মাদারীপুর ১, ময়মনসিংহ ১ এবং জয়পুরহাটে ২ জন মৃত্যুবরণ করেছেন।’

এর আগে, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫০৩ জন, মৃত্যু হয় ৪ জনের। সুস্থ হয়ে ওঠেন ৪ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪১৪ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৯৮ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন।

  সূত্র- আমাদের সময়