Type to search

অভয়নগরে হুসাইন মোহাম্মদ এরশাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যশোর

অভয়নগরে হুসাইন মোহাম্মদ এরশাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিনিধি-
সাবেক রাষ্টপতি জাপার চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আত্তার মাগফেরত কামনায় অভয়নগর জাপার উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়েছে।গত কাল বিকালে নওয়াপাড়া বাজারের পশু হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপার কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক লেঃ কঃ এম শাব্বির আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপার নেতা মিনহাজুল আবেদিন নান্নু।উপজেলা জাপা নেতা খোকার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাপা নেতা প্রহ্লাদ সাহা,গিয়াস উদ্দিন, জহির আহমেদ,মোহাম্মাদ আলি,জাকির হোসেন,এরশাদ গোলদার,শামিম আহমেদ,পৌর জাপা নেতা শেখ ফরিদ হোসেন,অলোক দাস,ওমর আলি,আশরাফ সাধিন,জাহাঙ্গির হোসেন,ফজলুর রহ্মান,ছাত্র সমাজ এর শেখ আলাউদ্দিন সহ জাপার উপজেলা ও পৌর অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।