অভয়নগরে সুন্দলী ইউনিয়ন ব্যাপী জিবানু নাশক ছিটানো ও সচেতন করণ
প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: আজ অভয়নগর সুন্দলী ইউনিয়ন ব্যাপী সেচ্ছা সেবক লীগের সভাপতি উজ্বল বিশ্বাস ও সোহাগ বিশ্বাস এর উদ্বোগে ইউনিয়নের সকল রাস্তাই জীবানু নাশক ছিটানো হয়। এ সমায়ে এলাকা ব্যাপী সকলকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়,কোথাও কোন প্রকার আড্ডা দেখা গেলে তাদের নানা ভাবে বোঝানোর চেষ্টা করা হয়। সকল কে সরকারী নির্দেশনা মেনে চলতে বলা হয়। সুন্দলী ইউনিয়নের প্রায় ১৫ জন সেচ্ছাসেবক এ কাজে অংশ গ্রহণ করে থাকে। তাপস মল্লিক,অভিজিৎ মন্ডল,অজয় মল্লিক,শিমুল বিশ্বাস,সজল রায়, অমিত মন্ডল,প্লাবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস অনেকেই এ কাজে সেচ্ছাঢ অংশ গ্রহণ করে থাকে।তারা জনান আমরা সার্বক্ষীক সাধারণ জনগণের পাশে থেকে নানা ভাবে সচেতন কাজে নিয়োজিত থাকবো।