Type to search

অভয়নগরে বে-সরকারি হাসপাতাল  ভ্রাম্যমাণ আদালতের নিষেধ্যাজ্ঞা মানছে না

অভয়নগর

অভয়নগরে বে-সরকারি হাসপাতাল  ভ্রাম্যমাণ আদালতের নিষেধ্যাজ্ঞা মানছে না

মিঠুন কুমার দত্ত, স্টাফ রিপোটার: গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পযন্ত সিভিল সার্জেনের নেতৃত্বে নওয়াপাড়ায় বে-সরকারি হাসপাতাল ও ডায়াগস্টিক স্টোরের উপর অভিযান চালায়। অভিযানে অনিয়ম ধরা পড়ায় তিনটি ক্লিনিকের প্যাথলজিসহ ছয়টি ডায়াগনস্টিক সেন্টার কন্ধ ঘোষণা করা হয়। নতুন লাইসেন্স ও নবায়ন করার জন্য আগামী ২৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

এরমধ্যে কয়েকটি বে-সরকারি,হাসপাতাল ও ডায়াগস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের আদেশ না মেনে কাযক্রম চালিয়ে যাচ্ছে। না প্রকাশনা করার শর্তে একজন মালিক জানান,আমরা দ্রুত অনিয়মের বিষটি মিটিয়ে ফেলবো। এই কারনে হাসপাতাল আবার চালু করেছি।