অভয়নগরে পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু

স্টাফ রিপোটার-অভয়নগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই বছরের যমজ দুই সহোদর রয়েছে। আজ বুধবার দুপুরে যশোরের অভয়নগর সিদ্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মো. হাসান(২) ও মো. হোসাইন(২)। মো. হাসান ও মো. হোসাইন যমজ ভাই। হাসান ও হোসাইনের চাচা হাফিজুর রহমান শেখ জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে বাড়ির উঠোনে খেলছিল হাসান ও হোসাইন। তাদের বাবা আব্দুল মাজেদ শেখ এ সময় মাঠে কাজ করতে গিয়েছিলেন। মা বাড়ির পাশে সেদ্ধ করা ধান শুকাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা খেলতে খেলতে উঠোনের পাশের গর্তের পানিতে পড়ে যায়। শিশু দুটিকে উঠোনে দেখতে না পেয়ে তাদের মা খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি গর্তের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন। এরপর প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ায়ার পথে দুপুর পৌনে একটার দিকে তারা মারা যায়।
|