Type to search

অভয়নগরে কোভি-১৯ টিকা ক্যাম্পাইনে কৃষকলীগের পরিদর্শন

অভয়নগর

অভয়নগরে কোভি-১৯ টিকা ক্যাম্পাইনে কৃষকলীগের পরিদর্শন

 

স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যয় (৭ আগষ্ট) থেকে শুরু হয়েছে অভয়নগর উপজেলাব্যাপী কোভি-১৯ টিকা ক্যাম্পাইন কার্যক্রম। প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং শতশত মানুষ মৃত্যুবরন করছে। এরই ধারবাহিকতায় করোনার ছোবল থেকে বাঁচাতে কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির নির্দেশে উপজেলা কৃষকলীগের একটি টিম অভয়নগর উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া, পায়রা, শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্দিপাশা ইউনিয়নে একযোগে করোনা টিকার ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদশর্ণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা কৃষকলীগের সদস্য মুন্সি আব্দুল মাজেদ, ৪নং পায়রা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নাজমুল ইসলাম তরফদার, কৃষকলীগ নেতা শামছুর রহমান, আশরাফ হোসেন, ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মুন্সি আব্দুল মাজেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উপজেলাব্যাপী ইউনিয়ন পর্যায়ে ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত প্রত্যাহ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা ক্যাম্পাইন কার্যক্রম চলবে। এছাড়াও সবাইকে ঠিকা নেওয়ার জন্য উপজেলা বাসীকে আহবান করেন। এবং মাস্ক ব্যবহার করুন, নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *