Type to search

অভয়নগরে ধোপাদী গ্রামে অনুষ্ঠিত হবে এলাকার সর্ববৃহত ওয়াজ মাহফিল

অভয়নগর

অভয়নগরে ধোপাদী গ্রামে অনুষ্ঠিত হবে এলাকার সর্ববৃহত ওয়াজ মাহফিল

স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবছর আরো জাকজমক করে অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী ওয়াজ মাহফিল। এ লক্ষে একটি প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় ধোপদী কেন্দ্রয় মসজিদে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সাবেক সদস্য এম এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, এলাকার হাজী বৃন্দ,ধোপাদী নওয়পাড়া সবুজবাগ ও পোড়াবাড়ি এলাকার প্রায় চারশতাধিক গন্যমান্য ব্যক্তি। জানা গেছে আগামী ১,২,৩ ও ৪ মার্চ চার দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা জানান, এবছর অন্যন্য বারের চেয়ে আরো জাকজমক করে ওয়াজ াহফিল অনষ্ঠিত হবে। তিনি দাবি করেন এ ওয়াজ মাহফিল হবে খুলনা এলাকার সর্ববৃহৎ মাফিল।