
অভয়নগর প্রতিনিধি- আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই, ধর্ষণের আবাস উপড়ে ফেলো,ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ো। এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশ ব্যাপী ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর বাসী সংগঠনের আয়োজনে শনিবার বিকালে নওয়াপাড়া বাজারে খুলনা- যশোর মহাসড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় এলাকার সূধীজন, সাংবাদিক ও স্কুল- কলেজের শিক্ষার্থীরা। এসময়ে বক্তব্য রাখেন, শিক্ষক ও সাংবাদিক সুনিল কুমার দাস, এস এম ফারুক আহমেদ, দৈনিক নওয়পাড়ার নির্বাহী সম্পাদক হরুন অর রশিদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, ছাত্রনেতা শাহ শাবাব হোসেন, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ইয়াদ হোসেন, তানভীর হোসেন, সংগ্রাম হোসেন, নারী নেত্রী মিতা খাতুন,জয়া রানী প্রমুখ।