Type to search

অভয়নগরে দুই দিনে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা আদায়

অভয়নগর

অভয়নগরে দুই দিনে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোটার: করোনা সতর্কতা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে গার্মেন্টস পণ্য বিক্রি করার অপরাধে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ২২টি ব্যবসা প্রতিষ্ঠানে ও ১২জন ক্রেতাকে ৪৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম শুক্রবার বিকালে ও শনিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সতর্কতা উপেক্ষা করে দোকান খোলা রেখে কেনাবেচা করার সময় শুক্রবার বিকালে ও শনিবার দুপুরে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়া পট্টিতে অভিযান চালানো হয়। এ সময়ে বসুন্দিয়া বস্ত্রালয়ে ৬ হাজার টাকা, জয় ফ্যাশান ৩ হাজার ৫শ টাকা ও একই দোকানের ৫জন ক্রেতাকে ২ হাজার ৫শ টাকা, সরদার বস্ত্র বিতান ৪ হাজার টাকা ও একই দোকানের ৪জন ক্রেতাকে ২ হাজার টাকা, লেডিস কর্ণার ২ হাজার টাকা ,নিউ আর এম ফ্যাশান ২ হাজার টাকা, আমিন র্গামেন্টস ২ হাজার টাকা, নীল তরি ৩ হাজার টাকা, রমিজ ষ্টোর ২ হাজার টাকা, জম জম বস্ত্রবিতান ৩ হাজার টাকা, আনিকা ক্লথ এন্ড র্গামেন্টস ২ হাজার টাকা, রফিক ষ্টোর ২ হাজার টাকা, মমতা ফ্যাশান ২ হাজার টাকা ও একই দোকানের ৩ জন ক্রেতাকে ১ হাজার ৫শ টাকা, প্রতিভা র্গামেন্টস ১ হাজার টাকা,মেঘনা র্গামেন্টস ১ হাজার টাকা,হান্নান ফল ভান্ডার ১ হাজার টাকা, তৌফিক ষ্টোর ১ হাজার টাকা,রহমান ষ্টোর ১ হাজার টাকা, শাহ আলম স্টোর ১ হাজার টাকা,একটি টেইলার্স ও একটি হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম বলেন, ‘ করোনা সতর্কতা না মানায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে কেনাবেচা করাকালে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সে রকম ২২টি দোকান ও ১২ জন ক্রেতাকে মোট ৪৮ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।