Type to search

কেশবপুরে আম্পানের আঘাতে উপড়ে পড়া গাছের ডাল কটতে  গিয়ে যুবকের মৃত্যু   

অভয়নগর

কেশবপুরে আম্পানের আঘাতে উপড়ে পড়া গাছের ডাল কটতে  গিয়ে যুবকের মৃত্যু   

 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে।   
যশোরের কেশবপুরে সাইক্লোন আম্পানের আঘাতে ভেঙ্গে যাওয়া গাছের ডাল কেটে দিতে  গিয়ে গাছ পড়ে এক যুবক নিহত হয়েছে।
জানা গেছে, গত ২০ মে বুধবার সাইক্লোন আম্পানের আঘাতে উপজেলার মূলগ্রাম গ্রামের সিনিয়ার সিটিজেন সচিন ডাক্তারের একটি গাছের ডাল ভেঙ্গে যায়। পরের দিন বৃহস্পতিবার সকাল আটটার দিকে সচিন ডাক্তার ঐ ডাল কাটার চেষ্টা করে। এ সময় ঐ স্থান দিয়ে যাচ্ছিল একই গ্রামের মুনতাজ সরদারের ছেলে শাহিন সরদার (৪২)। এ সময় সে সচিন ডাক্তারকে বলেন কাকা দা টা দেন আমি গাছের ডালটা কেটে দিচ্ছি। এই বলে সে ৭/৮ ফুট উচু গাছে উঠে ডাল কাটতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মন্জুর বলেন, আমার ভাই গাছের ডাল কেটে দিতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে।