অভয়নগরে তিন মাদকসেবীর জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার-
অভয়নগরে মাদক সেবনের দায়ে তিনজন মাকদসেবীকে চার মাসের জেল ও পাঁচশত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার আনুমানিক রাত সাড়ে ১০ টায় উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকায় এ মাদকসেবীদের বিরুদ্ধে জেল ও জরিমানার দÐদেশা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।
আদালতের নাজির সুব্রত রায় জানান, নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের মধ্যে উপজেলার গুয়াখোলা গ্রামের কামরুল ইসলামের ছেলে জাকির হোসেন ওরফে খোড়া জাকির (২৩), একই গ্রামের জাকির বিশ্বাসের ছেলে সুমন (২৪) ও বাবুলের ছেলে বিল্লাল (২৫) ইয়াবা ট্যাবলেট সেবন করছিলেন। প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন মানকসেবী তাদের অপরাধ স্বীকার করলে বিচারক তাদেরকে চার মাসের বিনাশ্রম কারাদÐ ও পাঁচশত টাকা করে জরিমানা (অনাদায়ে আরো সাত দিনের জেল) প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, এএসআই তরিকুল ইসলাম সহ পুলিশ সদস্য ও স্থানীয় জনগণ।