Type to search

যশোরে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

যশোর

যশোরে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৩৪ জন এবং ইয়েলো জোনে ৬৫। এদিকে আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৭৭২ নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *