Type to search

অভয়নগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলচেষ্টার অভিযোগ

অভয়নগর

অভয়নগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার- আদালতের আদেশ উপেক্ষা করে অভয়নগরে কোটা মৌজায় অবস্থিত একটি বসতভিটা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার কোটা মৌজায় অবস্থিত বাগদহ গ্রামের মোহাম্মদ আলীর পিতা মৃত রহমত আলী ৫০ বছর আগে ওই মৌজায় বসবাসকারি আবুবক্কর এর কাছ থেকে এস এ ১৬২২ এর বাটা ৩৬৩৮(বাটা) দাগ ও এস এ ৪৬৯ খতিয়ানে ৩২ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করতে থাকে। আর এস রেকর্ডে ওই দাগের পাঁচ শতাংশ জমি ভুলক্রমে মুল মালিকের নামে রেকর্ড ভূক্ত হয়। রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ২০১৭ সালে ৩৪৫৭ নং মামলার উদভবহ হয়। পরে বাদি মোহাম্মদ আলী ওই জমির দখল স্বত্ত বজায় রাখার জন্য ওই সালে অভয়নগর সহকারি জজ আদালতে ১৬২ নং মামলা করে। দেওয়ানী কার্যবিধি আইনের ১/ ২ বিধি ও ১৫১ ধারায় আদালত ২৩-১-১৮ সালে ৪ নং আদেশ জারি হয়। আদেশে বলা হয় পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত জমির আকার আকৃতি পরির্বতন করা যাবে না।
আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২০-১১-২০১৯ তারিখে বিবাদি রাতের আঁধারে পাকা পিলার উঠিয়ে গোয়াল ঘর নির্মান করার চেষ্টা করে। বিষটি থানায় অভিযোগ করেলে বিবাদি পুলিশের বাঁধায় কাজ বন্ধ রাখে। কিন্তু কয়েক দিন কর থেকে আবারো নির্মাণ কাজ শুরু করে। বাদি মোহাম্মদ আলী জানান, এ ব্যপারে আমি থানায় চারবার লিখিত অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থলে আসে আর কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে গেলে আবারো তারা কাজ শুরু করে। মোহাম্মদ আলী জানায়, পুলিশের ভাষ্য, আদালত থেকে আসামী গ্রেফতারের পরোয়ানা না আসলে আমারা আসামী গ্রেফতার করতে পারি না ।