Type to search

অভয়নগরে পোনা অবমুক্ত করে ডুমুরতলা দক্ষিণ বিল মৎস্য ও ধান চাষ প্রকল্প উদ্বোধন

অভয়নগর

অভয়নগরে পোনা অবমুক্ত করে ডুমুরতলা দক্ষিণ বিল মৎস্য ও ধান চাষ প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার ডুমুরতলা দক্ষিণ বিল মৎস্য ও ধান চাষ প্রকল্পে মাছের পোনা অবমুক্ত করে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করলেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল। আজ মঙ্গলবার সকালে সুবিধাভোগীদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ২০০ বিঘা আয়তনের এই প্রকল্প চালু হলো। প্রকল্পের সাধারণ সম্পাদক শিবপদ শুভ জানান, ভবদহ জলাবদ্ধতার দরুন বিলে ফসল ফলানো সম্ভাব হচ্ছে না। প্রকল্পটি হতে নেওয় হয়েছে এলাকার কৃষকদের দুর্দশার কথা মাথায় নিয়ে। এলাকার সকল কৃষক এর সদস্য। তারা মাছ চাষের লাভ্যাংশ পাবে এবং সময় মতো বোরো ধান চাষের জন্য বিলের জল সেচে শুকিয়ে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি সানা আব্দুল মান্নান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী সদস্য সচিব চৈতন্য কুমার পাল, প্রকল্পের সভাপতি জীবন বিশ^াস, কোষাধ্যক্ষ দূর্গাচরণ মল্লিক প্রমুখ।