নওয়াপাড়ায় ঢাকা ব্যাংকের ১১০তম শাখার শুভ উদ্বোধন

অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়ায় ঢাকা ব্যাংকের ১১০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নওয়াপাড়া আকিজ সিটি দরবার হলে নওয়াপাড়াবাসীদের জন্য ব্যাংকিং খাত ও সেবাকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য এই শহরে এ শাখার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নওয়াপাড়া আকিজ সিটি ১১০তম শাখার শুভ উদ্বোধন করেন আকিজ গ্রæপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, ঢাকা ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার, মোঃ হায়াতুজ্জামান, নওয়াপাড়া আকিজ সিটি শাখার ব্যবস্থাপক রাজিব হাসান।