চৌগাছার স্বরূপদহে ভিজিএফ পেল ৫ হাজার ৭০২ জন
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়নে ঈদ-উল আযহার আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার ৭০২ জনের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই চাল বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা ইশতিয়াক আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেশমা আক্তার, সফুরা বেগম, নুরুল ইসলাম, আব্দুল মান্নান, জাকির হোসেন, ফখরুল ইসলাম, শিমুল হোসেন, শাহ জালাল, কামাল হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ।