Type to search

ভাড়া করা বিমান ফেরত দিতে ‘খরচ বেশি’, তাই ২১ বছরের পুরোনো ২টি উড়োজাহাজ কিনে নেওয়া হয়েছে

জাতীয়

ভাড়া করা বিমান ফেরত দিতে ‘খরচ বেশি’, তাই ২১ বছরের পুরোনো ২টি উড়োজাহাজ কিনে নেওয়া হয়েছে

এত পুরোনো উড়োজাহাজ কেন কেনা হচ্ছে, সে বিষয়ে জানতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের কাছে ২ ফেব্রুয়ারি লিখিত আকারে প্রশ্ন পাঠানো হয়। তার জবাব পাওয়া যায়নি। বৃহস্পতিবার একাধিকবার তাঁর মুঠোফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘উড়োজাহাজ দুটি ফেরত দিতে হলে ২০০৯ সালে যে অবস্থায় দেশে আনা হয়েছিল, সে অবস্থায় ফেরত দিতে হবে। এর মানে, বিমান দুটি পুরো মেরামত করতে হবে। এ সংস্কারকাজে যে টাকা ব্যয় হবে, তার চেয়ে কম টাকায় বিমান দুটি কেনা যাবে।’

বিমান জানিয়েছে, বর্তমানে তাদের বহরে ২১টি উড়োজাহাজ আছে। এর মধ্যে পাঁচটি ভাড়া নেওয়া। আয়ারল্যান্ড থেকে ভাড়া করা এই দুটি উড়োজাহাজ কেনা হলে ভাড়ায় উড়োজাহাজের সংখ্যা হবে তিন।

বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৪, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং পাঁচটি ডিসি ৮-৪০০। বর্তমানে ১৯টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমানের ফ্লাইট চলছে।