Type to search

যশোর ৪ আসনে অভয়নগর –বাঘাপাড়ার নৌকার মাঝি এনামুল হক বাবুল

অভয়নগর

যশোর ৪ আসনে অভয়নগর –বাঘাপাড়ার নৌকার মাঝি এনামুল হক বাবুল

কামরুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ নং আসন (অভয়নগর, বাঘারপাড়া ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন) থেকে আ.লীগ এর দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল। রোববার বিকালে দলের কেন্দ্র থেকে এ ঘোষণা পাওয়ার সাথে সাথে অভয়নগরবাসী আনন্দে মেতে উঠে। নওয়াপাড়ায় উপজেলা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা একজন আরেকজনকে মিষ্টি মুখ করাতে দেখা যায়। খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠে নওয়াপাড়া নগর।

 

এনামুল হক বাবুল দলীয় মনোনয়ন পাওয়ার পর নেতা কর্মীদের মিষ্ঠি মুখ করছেন।

৬৯ বছর বয়সীএনামুল হক বাবুল অভয়নগর উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মকছেদ আলী ফারাজীর জ্যেষ্ঠ পুত্র। তিনি এলাকার একজন মেধাবী, উচ্চ শিক্ষত ও সম্মানীয় ব্যক্তি। ১৯৭৬ সালে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্স সহ মাস্টারস ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি নওয়াপাড়া সার- কয়লা মোকামের একজন বড় ব্যবসায়ী। এলাকায় তার বড় ধরনের মৎস্য ও কৃষি খামারও রয়েছে। তার তিন পুত্র প্রত্যেকে উচ্চ শিক্ষিত ও কর্মজীবি। স্ত্রী এল এল বি পাশ করে গৃহিনীর পেশায় লিপ্ত আছেন।

নওয়াপাড়ায় মহাসড়কে নেতাকর্মীদের আনন্দ মিছিল

এনামুল হক বাবুল ১৯৯৬ সালে রজনীতিতে পদার্পণ করেন। পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি প্রথমেই উপজেলা আ.লীগের সহসভাপতি পদের দয়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। হাটি হাটি পা করে তিনি ২০০২ সালে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, ২০১৮ সালে উপজেলা আ.লীগের আহবায়ক ও ২০১৯ সালে উপজেলা আ.লীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি ২০০৪ সালে নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১১ সাল পর্যন্ত তিনি মেয়র পদে দায়িত্ব পালন করেন। সে সময় নওয়াপাড়া পৌরসভা দেশের মধ্যে দুর্নীতি মুক্ত পৌরসভা হিসাবে পরিচিতি লাভ করে। তিনি এলাকার বৃহত্তর সামাজিক প্রতিষ্ঠান নওয়াপাড়া ইনষ্টিটিউটের একজন সফল সম্পাদক হিসাবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
এনামুল হক বাবুল এক সাক্ষাতকারে জানান,তিনি নির্বাচিত হলে প্রথম কাজ হবে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ বাণিজ্য বন্ধকরে প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করা। তিনি ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবেন, ভৈরব নদের নাব্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এলাকার সকল কাঁচা রাস্তা পাকা করণ সহ সুসম উন্নয়ন করাবেন।
বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘এনামুল হক বাবুল একজন দুর্নীতি মুক্ত নেতা। তার পিতা অভয়নগর ও বাঘারপাড়ায় আ.লীগের সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি এলাকার দলীয় নেতা কর্মীদের কাছে গভীর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন।’
৫২ এর ভাষা সৈনিক বাঘারপাড়ার বাসিন্দা আলতাপ হোসেনের পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক মাসুম রেজা খান বলেন, ‘এনামুল হক বাবুল ভিন্ন উপজেলার বাসিন্দা হলেও এখানে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এলাকার সাধারণ জনতা বর্তমান এমপি রণজিত কুমার রায়ের বিকল্প নেতা হিসাবে তাকে মনে প্রাণে বেছে নিয়েছেন।’
অভয়নগর উপজেলার প্রত্যান্ত সিদ্দিপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন,‘ বাবুল ভাই একজন ভাল লোক তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।’