Type to search

জাতীয়

জেলা
ভাসানচরের পথে আরও ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদককক্সবাজার
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১৮: ১৩
অ+
অ-
২৬টি বাসে প্রথম দফায় ১ হাজার ৪৩৭ রোহিঙ্গাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। আজ দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে
২৬টি বাসে প্রথম দফায় ১ হাজার ৪৩৭ রোহিঙ্গাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। আজ দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে ছবি: প্রথম আলো
কক্সবাজারের আশ্রয়শিবির থেকে আরও ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম রওনা দিয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গারা ২৬টি বাসে রওনা দেয়। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্বিতীয় দফায় আরও দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম পাঠানোর কথা রয়েছে। সব মিলিয়ে ১২তম ধাপে আজ ৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি আছে। এর আগে ১১তম ধাপে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২০ হাজার ৯৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।