Type to search

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯২ জন হাসপাতালে

স্বাস্থ্যবিধি

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯২ জন হাসপাতালে

অপরাজেয়বাংলা ডেক্স

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১৯২ রোগী ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩০ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯২২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৯২২ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৭৯ জন।

গত ১লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৩ জন। আর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র,ডিবিসি নিউজ