Type to search

১৯৭১ এর ২১শে ডিসেম্বর; দেশের সবশেষ জেলা হিসেবে মুক্ত হয় নাটোর

জাতীয় জেলার সংবাদ বাংলাদেশ

১৯৭১ এর ২১শে ডিসেম্বর; দেশের সবশেষ জেলা হিসেবে মুক্ত হয় নাটোর

অপরাজেয় বাংলা ডেক্স

 

১৯৭১ এর আজকের এই দিনে দেশের সবশেষ জেলা হিসেবে মুক্ত হয় নাটোর। 

মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর ২ নম্বর হেড কোয়ার্টার ছিল নাটোর।  এখানে বসেই  বিভিন্ন অঞ্চলে যুদ্ধ নিয়ন্ত্রণ করতো তারা। যার কারণে নাটোরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক গণহত্যা চালায় হানাদার বাহিনী।

১৬ই ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় নিশ্চিত হলেও, নাটোরে তখনো উড়ছিল পাকিস্তানের পতাকা। অবশেষে আজকের এই দিনে নাটোরের উত্তরা গণভবন চত্বরে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বিগ্রেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ। তারে সাথে ছিলেন, ১৫১ জন অফিসার, ১৯৮ জন জেসিও, ৫ হাজার ৫শ’ সেনা সদস্য, ১ হাজার ৮শ’ ৫৬ আধাসামরিক বাহিনীর সদস্য।

সূত্র, DBC বাংলা