Type to search

‘১৩ দিনে অনলাইনে দেড় হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি’

জেলার সংবাদ

‘১৩ দিনে অনলাইনে দেড় হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি’

অপরাজেয়বাংলা ডেক্স: করোনার কারণে অনলাইনে কোরবানির পশু বেচাকেনায় জোর দিয়েছে সরকার। সরকারি হিসেবে মাত্র ১৩ দিনে বিক্রি হয়েছে দুই লাখের বেশি পশু, যার বাজারমূল্য দেড় হাজার কোটি টাকা।

দেশে ব্যাপক হারে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় এবার অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় জোর দিয়েছে সরকার। অনলাইনে পশু কিনতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

গেল ২রা জুলাই অনলাইন কোরবানির পশুর হাট উদ্বোধন করেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। প্রাণি সম্পদ অধিদপ্তর জানিয়েছে, অনলাইনে বিক্রির জন্য এ পর্যন্ত ১৪ লাখের বেশি পশুর ছবি আপলোড হয়েছে। এবার কোরবানির মোট পশুর ৩০ শতাংশ অনলাইনে বিক্রির টার্গেট করা হয়েছে।

প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আজিজুর রহমান জানান, এখন পর্যন্ত দেড় লক্ষাধিক পশু বিক্রি হয়েছে। যার বাজার মূল্য ১৫শ’ ১১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা।

এখন পর্যন্ত অনলাইনে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে।  সেখানে এক লাখ ২৬ হাজার ৪৬৫টি পশু বিক্রি হয়েছে।  ঢাকা বিভাগে বিক্রি হয়েছে ২৫ হাজার ৮৫১টি পশু, রাজশাহীতে ২৯ হাজার ৩০০, খুলনায় আট হাজার ১৪৮, বরিশালে এক হাজার ৩৮৭, সিলেটে দুই হাজার ২৫২,রংপুরে ১৯ হাজার ৯২৫ এবং ময়মনসিংহ বিভাগে ৬৬৫টি পশু বিক্রি হয়েছে।

প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আজিজুর রহমান বলেন, করোনা আগামী দুই চার বছরে সহজে যাবে বলে মনে হয়না। এটাকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে। হাটে গিয়ে পশু বিক্রি করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এখন। তাই অনলাইনের বিষয়ে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি।

সারা দেশে এ বছর কোরবানির জন্য এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি পশু প্রস্তুত রয়েছে।সূত্র,ডিবিসি নিউজ