Type to search

সারা দেশে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ৮৪ রোগী

জাতীয়

সারা দেশে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ৮৪ রোগী

নতুন এই ২১ জন রোগীসহ বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি মোট ৮৪ জন রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০জন এবং খুলনা বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে পাঁচজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুইজনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে।

এ বছরের ১লা জানুয়ারি থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৭ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৭৭৮ জন।

সূত্র, DBC বাংলা