Type to search

সাংবাদিক এ.কে.এম.মুসার আজ ৩৯তম মৃত্যুবার্ষিকী

জাতীয়

সাংবাদিক এ.কে.এম.মুসার আজ ৩৯তম মৃত্যুবার্ষিকী

চিত্তরঞ্জন সাহা চিতু চুয়াডাঙ্গা থেকে
    দৈনিক ইত্তেফাক ও দি নিউজ নেশন এর  জেলা  সংবাদাদাতা এ.কে.এম.মুসার আজ ৩৯তম মৃত্যুবার্ষিকী ।     এ উপলক্ষে চুয়াডাঙ্গা পুরাতন মাদ্রাসা পাড়ায় তাঁর নিজ বাড়ি ও ঢাকা উত্তরখানে বড় ছেলের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।    এ.কে.এম. মুসা বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি,  চুয়াডাঙ্গা প্রেসক্লাবের   প্রতিষ্ঠিত
 সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক সংবাদ, এসোসিয়েট প্রেস অফ পাকিস্তান (এপিপি), বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই), দি বাংলাদেশ টাইমস ও বাংলাদেশ বেতারের  সংবাদদাতা,  চুয়াডাঙ্গায় কচি কাঁচার আসরের সংগঠক ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী)এর সভাপতি এবং জীবনের শেষ ৯ বছরে হয়েছিলেন আইনজীবি (এপিপি) ছিলেন।                             তাঁর জন্ম চুয়াডাঙ্গার টাকপাড়া-ছয়ঘরিয়া গ্রামে, পিতার নাম সাদেক আলী বিশ্বাস আর মাতার নাম রহিমা খাতুন জোয়ার্দ্দার। শিশুবেলায় মা ও বাবার মৃত্যুতে এতিম হয়ে পড়েন তিনি। আত্মীয় স্বজনের পরিচর্যায় বড় হন এবং নিজ চেষ্টায় লেখাপড়া শেখেন। ১৯৮৫ সালের ৩১শে জানুয়ারি রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লারে বাংলাদেশ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে শেষবারের মত অংশগ্রহণ করেন তিনি। সেদিন বড় ছেলে সাংবাদিক বাবলু রহমানের কল্যাণপুরের বাসায় রাত্রিযাপন করছিলেন। ঐদিন শেষ রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।