Type to search

নড়াইলে পূজা মন্ডপে মন্ডপে যেয়ে আনন্দ ভাগাভাগি করছেন মাশরাফি

ধর্ম

নড়াইলে পূজা মন্ডপে মন্ডপে যেয়ে আনন্দ ভাগাভাগি করছেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে নিজ সংসদীয় আসনের মণ্ডপে মণ্ডপে ঘুরছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সং সদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সকাল থেকে রাত পর্যন্ত লোহাগড়া পৌরসভা, উপজেলার দিঘলিয়া, ইতনা, লোহাগড়া ইউনিয়নসহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মাশরাফি। এসময় জেলা ও উপজেলাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দিঘলিয়া পালপাড়া মন্দিরে দেওয়া বক্তব্য মাশরাফি বলেন, ভাই-বোনেরা আমরা ঈদের আনন্দ করি একদিন আর তোমরা করো পাঁচ দিন। পূজায় তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা তোমাদের মণ্ডপগুলো ঘুরছি, তোমাদের চেয়ে আমাদের আনন্দ বেশি। তিনি বলেন, আপনাদের পূজামণ্ডপের ছাদ হয়েছে, সংস্কার হচ্ছে। আপনাদের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায়। আপনাদের আরও উন্নয়ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনলে। আপনারা বংশপরম্পরায় আওয়ামী লীগ সমর্থন করছেন। আশা করি, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে ধারাবাহিক উন্নয়নের সুফল আপনারা ভোগ করবেন। তিনি বলেন, সারা দেশের উন্নয়ন করতে হলে তো আবারও ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে হবে। আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখবেন, সেই প্রত্যাশাই করি। জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর জেলার ৫৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। মণ্ডপগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলের দুটি সংসদীয় আসনে সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি ও মাশরাফি বিন মুর্তজার আর্থিক সহায়তায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।