রোটার্যাক্ট ক্লাব অব নাওয়াপাড়ার উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন
অভয়নগর প্রতিনিধি: আজ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর পঞ্চম দিন বিকাল ৪:০০ ঘটিকায় রোটার্যাক্ট ক্লাব অব নাওয়াপাড়ার উদ্যোগে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আয়োজনে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ এর এ্যাডিশনাল চীফ এ্যাডমিনেস্টেটর রোঃ পিপি সৈয়দ আরাফাত
হোসেন তাজ। ক্লাবের সভাপতি রোঃ মোঃ সফর গাজী লাবু এর সভাপতিত্বে ও রোঃ মুহাম্মাদ উল্লাহ বিশ্বাস (প্রোগ্রাম চেয়ারম্যান) এর দায়িত্বে এটি আয়োজন করা হয়। ক্লাব সচিব রোঃ রাহিদ হোসেন রুদ্র, আগামী বছরের সভাপতি রোঃ আকিব হোসেন গালিব, কোষাধ্যক্ষ রোঃ ইজাজুল করিম ফাহাদ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ আজগর আলী বিশ্বাস, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ চিশতি, শাকিব, মাহিন সহ অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্টারেক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ এর জেলা সচিব ইন্টাঃ পিপি সাফিন আহমেদ রাহুল, ইন্টারেক্ট ক্লাব অব নওয়াপাড়া এর সাধারণ সম্পাদক ইন্টাঃ হানিফ খান সহ পেশা সেবা পরিচালক ইন্টাঃ শাহরিয়ার অর্নব সহ আরো অনেকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন। পরবর্তীতে প্রোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টর মোহাম্মদ উল্লাহ বিশ্বাস সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।