Type to search

রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা আরও কমতে পারে

জাতীয় জেলার সংবাদ

রংপুর ও রাজশাহী বিভাগে তাপমাত্রা আরও কমতে পারে

শৈত্য প্রবাহের দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। যা এবারের শীতে জেলার সর্বনিম্ন।

গত দশদিনে জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে না নামলেও বুধবার থেকে হঠাৎই কমতে শুরু করে। দিনে সুর্যের দেখা মিললেও তেমন উষ্ণতা নেই।সারা দিন উত্তরের হিমেল বাতাশ আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে পথঘাট ঢেকে থাকায় নওগাঁর জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঠান্ডায় কাজে যেতে না পারায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।

রাজশাহীতে হঠাৎই বেড়েছে শীতের তিব্রতা। আজ জেলায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আগামীতে তাপমাত্রা আরও কমবে বলে জানায় আবহাওয়া অফিস। কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহে শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন দরিদ্ররা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সূত্র, DBC বাংলা