Type to search

যশোরে ৬ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ৩

যশোর

যশোরে ৬ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ৩

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ বস্তায় ৬ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিনসহ প্রদীপ পাল(৪৪),
মোঃ মুন্না(৪৬) ও মোঃ সোহেল(৩০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি প্রদীপ যশোরের নিউ বেজপাড়া পূজার মাঠ এলাকার গোপাল পালের ছেলে।
মুন্না ও সোহেল একই উপজেলার দীঘিরপাড় এলাকার মৃত হোসেন আলী ও নূর ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে এসআই মোঃ সোলায়মান আক্কাস এবং এসআই রাজেশ কুমার দাশ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে সিটিপ্লাজা গলিতে সিটি প্লাজার সামনে রাস্তার উপর থেকে দিবাগত রাত একটায় একটি কাভার্ড ভ্যানে রাখা ৬০ বস্তা (৪.৫ মেট্রিক টন)নিষিদ্ধ পলিথিনসহ প্রদীপ পালকে আটক করে।এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর প্রদীপের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মন্দির রোডস্থ চারতলা সরদার মার্কেটের নিচ তলায় ভাড়া নেওয়া গোডাউন থেকে আরও ২০ বস্তা ( ১.৫ মেট্রিক টন) পলিথিন জব্দ করা হয় যার বাজারমূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা।

এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।