Type to search

মামলা করায় নড়াইলে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাঁচ লক্ষ টাকা দাবি

অপরাধ

মামলা করায় নড়াইলে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাঁচ লক্ষ টাকা দাবি

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শাহাবাদ ইউনিয়নের মঈনখোলা গ্রামের মোঃ শহীদুল্লাহ ওরফে শহীদ শেখ কে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
শহীদ শেখ অভিযোগ করেন আজ ১৮ ফেব্রুয়ারি সকালে একই গ্রামের আজিবর শেখের ছেলে মুরাদ শেখ আমার বাড়িতে এসে উচ্ছেদ মামলা করার কারণে আমাকে মারধর করে ও ৫ লক্ষ টাকা দাবি করে এবং আমাকেসহ ছেলে মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। এবং আমার দুইশতক জমি যেটা জবর দখল করে আছে সেটা লিখে দিতে বলে। যখন পর্যন্ত জমি লিখে না দিব অথবা টাকা না দিব আমাকে আমার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। আমাদের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে।
আমরা ৯৯৯ ফোন করে ও কোন সমাধান পায় নাই। আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই।
৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও অরুদ্ধের বিষয়ে মুরাদ শেখ বলেন,এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছে। উপরন্ত তারা আমাদেরকে জমি দিয়ে জমি লিখে দিবে বলে বলে লিখে দিচ্ছে না।
জানা গেছে ২০ বছর আগে সদরের শাহাবাগ ইউনিয়নের মঈন খোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ শহিদুল্লাহ ওরফে শহিদ শেখ একই গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে আজিবার শেখ কে নিজ জমিতে বসবাস করতে অনুমতি দেয় এই শর্তে যে কিছুদিন পরে তারা চলে যাবে অন্যত্র জায়গা জমি কিনে। কিন্তু আজিবর শেখ শহীদ শেখের জমি থেকে অন্যত্র যেতে চায়না। এ নিয়ে শাহাবাদ ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মহোদয় একাধিকবার সালিশ করেও কোন সমাধান করতে না পেরে মামলার অনুমতি দেয়।
পরে শহীদ শেখ ২০০৯ সালে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন। বর্তমানে মামলা চলমান।
এ বিষয়ে স্থানীয় শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান বলেন,বিষয়টি আমিও শুনেছি আজ সকালে শহীদ শেখের সাথে মুরাদ শেখের ঝামেলা হয়েছে। যেহেতু দীর্ঘদিন মামলা চলমান সুতরাং বিষয়টি আইনিভাবে সমাধান হওয়া উচিত।
অবরুদ্ধ ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব। তবে কেউ অবরুদ্ধ নাই ও চাঁদা দাবি করে নিতে পারবে না।