Type to search

মানুষ কেনো মরে যেতে চায়…

সাহিত্য

মানুষ কেনো মরে যেতে চায়…

বিলাল মাহিনী

সাদা কইতরে আত্মা পুরে যদি আমি উড়ন্ত মেঘের মতো ভেসে বেড়াই নীলাচল জুড়ে
তবে কি তুমি আমায় মুক্তি দেবে? স্বস্তি দেবে?
এই বিষজল আর বিষবাষ্প গিলে গিলে পাকস্থলিটা ফুঁটো হয়ে গেছে
হাজারো কৃষ্ণরেখা পড়ে গেছে জীবনের ছায়াপথ মায়াপথ জুড়ে

চোরাবালি আর নোনা জলের অতলে তলিয়ে যাচ্ছে আনন্দ-আহ্লাদের ভ্রুণ!

মৃত্যুগন্ধী ছড়িয়ে পড়েছে মূর্খতার দেহে, চক্ষু ও কর্ণে
বাঙলার নোংরা নর্দমা আর বুড়িগঙ্গার কালো জল ছেড়ে
ধুলো এবং টিয়ার সেলে মোড়ানো শহুরে শ্বাসরুদ্ধ বর্বরতা ছেড়ে

এই পঁচা দেহ চলে যেতে চায় সিনাই অথবা-
হেরা পর্বতের কিঞ্চিৎ আলো আভায় ভরা মরু দেশে

কখনো কখনো হারিয়ে যেতে চায়-
নির্জন আফ্রিকার জঙ্গলে, যেখানে সাপ-বেজির সাথে খেলা হবে
মনুষ্যহীন নির্জীব পৃথিবীতে আমি একা হবো
যেখানে লোভ নেই, নেই হিংসা-দ্বেষ, খুন-ধর্ষণ, প্রেম-ভালোবাসা বা স্নেহের মরীচিকা!