Type to search

মনিরামপুর থানা হতে নারী ও শিশু নির্যাতন মামলার ০১ জন আসামী গ্রেফতার

যশোর

মনিরামপুর থানা হতে নারী ও শিশু নির্যাতন মামলার ০১ জন আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

যশোর জেলার মনিরামপুর থানা এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার ০১ জন এজাহারভুক্ত আসামী র‌্যাব-৬, যশোর কতর্ৃৃক গ্রেফতার।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

যশোর জেলার অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা ইয়াছিন আলীর মেয়ে ফাতেমা খাতুন এর সঙ্গে দুই মাস আগে মনিরাম উপজেলা দূর্গাপুর গ্রামের মিজানুর রাহমানের ছেলে সোহান হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহান যৌতুকের জন্য ৩ লাখ টাকা দাবি করে ফাতিমা কে চাপ দিতে থাকে। অদ্য রবিবার রাত আনুমানিক রাত ১ টার দিকে ফাতেমাকে সোহান ও তার পরিবারের লোকজন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে মৃত অবস্থায় ফেলে চলে যায়। মৃত ফাতেমার বাবা দাবি করেছে এটা পরিকল্পিত হত্যা এবং এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়।এরই ধারাবাহিকতায় অদ্য ইং ১২/০৯/২২ খ্রিঃ তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার মণিরামপুর থানার মামলা নং- ১০, তারিখঃ ১২/০৯/২২ ইং এর এজাহার নামীয় ০২ নং আসামী মোঃ সোহাগ (২২), পিতা- মিজানুর রহমান, মাতা- আঞ্জুয়ারা বেগম, সাং- দূর্গাপুর, থানা- মণিরামপুর, জেলা- যশোর, যশোর জেলার মনিরামপুর থানার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একই তারিখ সময় ২০.১৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলায়নের চেষ্টাকালে আসামী মোঃ সোহাগকে গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামীকে মনিরামপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।