Type to search

ভূমি কর্মকর্তা আয়শার ৩ বছরের জেল

জাতীয়

ভূমি কর্মকর্তা আয়শার ৩ বছরের জেল

 

 

অপরাজেয় বাংলা ডেক্স

 জমির খাজনা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ভূমি উপ-সহকারী কর্মকর্তা বেগম আয়শা আক্তারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে আসামি আয়শা আদালতে উপস্থিত ছিলেন।

একইসঙ্গে তাকে আত্মসাৎকৃত ৯৯ হাজার ৫৬ টাকা জরিমানা হিসেবে ফেরত বা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১১ জানুয়ারি) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) বিজন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি সর্বশেষ বাগেরহাটের তহসিল অফিসে কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ সালে বাগেরহাট তহসিল অফিসে কর্মরত অবস্থায় আয়শা আক্তার আদায়কৃত জমির খাজনার ৯৯ হাজার ৫৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এই মামলার আরেক আসামি শেখ মনিরুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম