Type to search

ভাষা শহিদদের প্রতি বাংলা দেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের শ্রদ্ধা নিবেদ

অন্যান্য

ভাষা শহিদদের প্রতি বাংলা দেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের শ্রদ্ধা নিবেদ

 

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি : ২১/০২/২০২১ দিবসের প্রথম প্রহর রাত ১২.১মিনিটে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত দায়িত্ব প্রাপ্ত সভাপতি মোঃমনিরুল ইসলাম এর নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।করোনাকালীন বৈশ্বিক মহামারী পরিস্থিতির কারণে ঢাকার পরিবর্তে খুলনাস্থ শহিদ হাদিস পার্ক  শহিদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এ সময় সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃঢালী আব্দুল মান্নান, এস এম শফিকুল ইসলাম, মিলন গোলদার,বিশ্বজিৎ কুমার,চিরঞ্জীব আকাশসহ আরও অনেকে।উল্লেখ্য যে,গত১১/০১/২০২১ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উক্ত সংগঠনের পক্ষে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ সম্মানার্থে “বঙ্গবন্ধু স্মারক বর্ষপঞ্জি -২০২১” এর মোড়ক উন্মোচন করা  হয়।সংগঠনটি দীর্ঘ ২৯বৎসর এমপিও বঞ্চিত অনার্স -মাস্টার্স শিক্ষকবৃন্দের এমপিও দাবিতে কাজ করলেও সামাজিক ও স্বাধীনতার মূল্যবোধ চর্চায় শুরু থেকেই অগ্রনী ভূমিকা পালন করে আসছে।