Type to search

ভবদহের জলাবদ্ধতার হাত থেকে মুক্তির দাবিতে রাজপথ রেলপথ অবরোধের মতামত

অভয়নগর

ভবদহের জলাবদ্ধতার হাত থেকে মুক্তির দাবিতে রাজপথ রেলপথ অবরোধের মতামত

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৫ মাস পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে ভবদহের জনগণ। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন আশু পানি নিষ্কাশনের জন্য এখনো কোন উদ্যোগ গ্রহণ করেনি। যে কারনে পানিবন্ধী জনগণ ফুঁসে উঠেছে। যে কোন সময় ডাক আসতে পারে রাজপথ রেলপথ অবরোধের।
শুক্রবার সন্ধ্যায় শত শত ভুক্তভোগী জনগনের সমন্বয়ে আমডাঙ্গা খাল খনন সংগ্রাম কমিটির এক কর্মীসভা অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির নের্তৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘ ৫ মাস পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছি। আমাদের বাড়ি ঘরে পানি, গোয়ালে পানি, এলাকায় কারো মৃত্যু হলে দাফনের জায়গা নেই। এদিকে পৌস মাস এসে গেল চাষের জমিতে অথৈ পানি। জলাবদ্ধতার দরুণ এলাকার চার /পাঁচ বছর ফসল হচ্ছে না। এ বছরও ফসল হওয়ার কোন সম্ভাবনা নেই। এখন আমাদের সময় এসেছে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচির।
তারা আরো বলেন, ইতো মধ্যে আশু পানি নিষ্কাশনের দাবিতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারক লিপি প্রদান করেছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। নেতা কর্মীদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীর কারনে জনগনের এ ভোগান্তি। তারা এ পর্যন্ত টি আর এম চালু করতে পারেনি। পানি নিষ্কাশনের বিকল্প পথ আমডাঙ্গা খালটিও কার্যকরি খালে রুপান্তরিত করতে পারেনি। যে কারনে তারা এ সমস্যার জন্য সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি বলে মনে করেন।
শুত্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা অধীর কুমার পাড়ে। সভায় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির নেতা আব্দুর রউফ মোল্যা, স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক,ইউপি সদস্য ইবকাল হোসেন, মৃত্যুঞ্জয় মল্লিক, সংগ্রাম কমিটির নেতা শরীফ গাজী, মোতালেব ফারাজী, দীনেশ বিশ^াস,আক্তার মোল্যা, অতিত রায়, কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগম, হামিদ দপ্তরী, রকিব দপ্তরী, রবিউল ইসলাম, রবিউল ইসলাম লুলু, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম,ডাক্তার আলমঙ্গীর হোসেন প্রমুখ।