Type to search

ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জ ও কুষ্টিয়ার মৌচাষিরা

জেলার সংবাদ

ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জ ও কুষ্টিয়ার মৌচাষিরা

অপরাজেয় বাংলা ডেক্স

মানিকগঞ্জে এবার ৩৬ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া ভাল থাকায় ফলনও ভালো।

এখন সরিষা ক্ষেত থেকে চলছে মধু সংগ্রহ।  দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌচাষীরা মৌবাক্স বসিয়ে সংগ্রহ করছেন মধু।  সপ্তাহে একদিন প্রতি বাক্স থেকে মিলছে আড়াই থেকে ৩ কেজি মধু। পাইকারী ও খুচরা দামে মধু বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে মধু চলে যাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানিতে।

সরিষার ভাল ফলনের পাশাপাশি মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষীরা।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সাজাহান বিশ্বাস বলেন, “এবার আবহাওয়া এখন পর্যন্ত ভাল আছে। আশা করছি এবার একটু বাড়তি মধু পাওয়া যাবে এবং বাড়তি আয়ও আসবে।”

এদিকে মধু উৎপাদনে সাফল্য দেখিয়েছেন কুষ্টিয়ার মিরপুরের মামুনার রশিদ। নিজে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকের।

মধু পরিশোধনের মেশিন পেলে, দেশে বাজারজাতের পাশাপাশি ব্যাপকভাবে রপ্তানি করা সম্ভব বলেও মনে করেন তিনি।

সূত্র, DBC বাংলা