Type to search

বৃহস্পতিবার দেশে আসবে ৩৫ লাখ ডোজ করোনা টিকা: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়

বৃহস্পতিবার দেশে আসবে ৩৫ লাখ ডোজ করোনা টিকা: পররাষ্ট্রমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেক্স
ভারতের উপহার ২০ লাখ করোনা টিকার পাশাপাশি বেসরকারিভাবে আনা আরও ১৫ লাখ টিকাও আগামীকাল দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন। 

বুধবার দুপুরে, ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, কালকেই ভারত সরকার আমাদেরকে যে ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে দিয়েছে তা সবে। ভ্যাকসিন আসার পর পরই আমরা এটির প্রয়োগ শুরু করে দিবো। এটি ভ্যাকসিনের একটা চালান। এছাড়া কালকে আরও একটি চালান আসবে, সেখানে প্রায় ১৫ লাখ এর মত ভ্যাকসিন আসবে। এই চালানটি বেসরকারি সেক্টর থেকে করা হয়েছে। চীন, রাশিয়াসহ অন্যান্য উৎস থেকেও ভ্যাকসিন সংগ্রহের চিন্তা করছে সরকার বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ লাখ প্রবাসী কর্মসংস্থান হারাতে পারে। তাদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে মিলে যৌথভাবে নতুন শ্রমবাজার খোঁজার কাজ চলছে। জাম্বিয়া, কেনিয়াসহ চারটি দেশে কৃষি জমি ভিত্তিক কাজে শ্রমিক পাঠানোর পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। সূত্র, DBC বাংলা