Type to search

‘বিএনপি’র স্বপ্নের অভাব’

রাজনীতি

‘বিএনপি’র স্বপ্নের অভাব’

অপরাজেয়বাংলা ডেক্স: ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবং তা বাস্তবায়নের পরিকল্পনা না থাকায় ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। এমন কথাই বলছেন দলটির অনেকে। প্রশ্ন তুলেছেন স্বপ্ন দেখানোর সেই কারিগরদের সদিচ্ছা নিয়েও। নেতৃত্বের দুর্বলতা ও সমন্বয়হীনতা থাকলে কখনোই স্বপ্নপূরণ সম্ভব নয় বলেও মনে করেন তারা।

একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি প্রায় দেড় দশক ক্ষমতার বাইরে। সরকার পতনসহ নানা ইস্যুতে আন্দোলনের হুঙ্কার দেয়া দলটির এখন লক্ষ্য কী?

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেন, “সাহসী লোক, উদ্দমী লোক, উচ্চাকাঙ্ক্ষার লোক, ক্ষমতা লিপ্সার লোক, জনগণকে কিছু দেয়ার স্পৃহা- ক্ষমতায় যেয়ে জনগণকে খেদমত করবো এই ইচ্ছা না থাকলে সে দল কখনো ক্ষমতায় যেতে পারে না।“

চার দশক ধরে দলটিকে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়াও দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর চলে গেছেন আড়ালে। সরকারের ইচ্ছায় তার সাজা স্থগিত হলেও রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই। এছাড়া একমাসের বেশি সময় ধরে তিনি আছেন হাসপাতালে। তার অনুপস্থিতিতে দলের দুঃশ্চিন্তাও বাড়ছে।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, “আন্দোলনের কথা বলছি, এক দফার কথা বলছি- সে যায়গায় আমি মনে করি এটা শুরু হওয়ার সময় এসে গেছে। আমি মনে করি বিএনপি সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে কাঙ্ক্ষিত ফল পাবে। কারণ জনগণ মুখিয়ে আছে একটি আন্দোলনের জন্য।“

বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, “বেগম জিয়া বিএনপির জন্য অনেক কিছু। বিএনপির ধারক-বাহক এই নেত্রীর নেতৃত্বে কাজ করেই আমরা অভ্যস্ত। তিনি অসুস্থ হওয়ায় বিএনপির রাজনীতিও অসুস্থ হয়ে পড়েছে।”

দলের এই অসুখ সারাতে কি করছেন  দায়িত্বশীল নেতারা? আর বিএনপির চোখই বা এখন কোনদিকে?

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেন, “জনগণকে আমরা ধরতে পারছি না কেন? দায়িত্ব ও সমন্বয়ের অভাব, চিন্তার অভাব, স্বপ্নের অভাব।”  সূত্র,ডিবিসি নিউজ