Type to search

বারোবাজারে দুর্ঘটনায় নিহতদের দু’জন মণিরামপুরের

মনিরামপুর

বারোবাজারে দুর্ঘটনায় নিহতদের দু’জন মণিরামপুরের

 

অপরাজেয় বাংলা ডেক্স : বারোবাজারে বাস দুর্ঘটনায় নিহত ১২জনের মধ্যে মণিরামপুরের এক নারী ও শিশু রয়েছে।
তারা হলেন উপজেলার শ্যামকুড় গ্রামের বাবুল আক্তার বাবুর স্ত্রী শিলা বেগম (৩৫) ও বাবুর ভাই খালেদুর রহমান টিটোর মেয়ে খাদিজা খাতুন (৮)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শিলা বেগম তার দেবরের মেয়ে খাদিজাকে নিয়ে বাসে চড়ে শৈলকূপা উপজেলার খন্দপবাড়িয়া গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বাস দুর্ঘটনায় চাচি-দেবরঝির মৃত্যুর খবরে শ্যামকুড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাবুল আক্তার বাবু বলেন, বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে খাদিজাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন আমার স্ত্রী। খবর পেয়ে তাদের খোঁজ করার চেষ্টা করি। সন্ধ্যায় খবর নিয়ে জানতে পারি তারা খন্দপবাড়িয়ায় যাননি। পরে আমি ও আমার ভাই টিটো তাদের উদ্দেশে বের হই। প্রথমে যশোর সদর হাসপাতালে খোঁজ নিয়ে তাদের সন্ধান মেলাতে পারিনি। পরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে শিলা ও খাদিজার লাশ শনাক্ত করি।
প্রসঙ্গত, বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশে বাস-ট্রাকের সংঘর্ষে ১২জন নিহত হয়। এতে আহত হন কমপক্ষে ৩৫ জন। সূত্র, সুবর্ণভূমি