Type to search

বারেকটিলায় বন্য হাতির দল, উৎসুক জনতার ভিড়

জাতীয়

বারেকটিলায় বন্য হাতির দল, উৎসুক জনতার ভিড়

মেঘালয় পাহাড় সংলগ্ন বাংলাদেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বারেক টিলায় গত এক সাপ্তাহ ধরে অবস্থান করছে বন্য হাতির দল। ১৩টি হাতি টিলায় অবস্থান করলেও কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।

এর আগেও একই এলাকা দিয়ে কয়েক বার ভারত থেকে হাতির দল আসে আবার চলেও যায়। বন্য হাতির দল দেখতে উৎসুক জনতা ভিড় জমায় বারেকটিলায়।

বারেকটিলা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাদুকাটা নদীর সঙ্গে যুক্ত।

স্থানীয় ইউসুফ মিয়া জানান, গত এক সাপ্তাহ ধরে হাতির দল অবস্থান করছে। প্রথমে ১৩টি হাতি এক সঙ্গে অবস্থান করলেও তিন-চারটি করে হঠাৎ ভাগ হয়ে যায় ও টিলার ভিন্ন এলাকায় ঘুরাফেরা করে। আর রাতে ভারতের কাটা তারের কাছে গিয়ে অবস্থান করে।

বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, হাতির দল বারেকটিলায় এসেছিল তবে এলাকায় কারো কোনো ক্ষতি করেনি। হাতির দল আসলে সবাইকে সর্তকতা অবলম্বন করে চলতে বলা হয়। আমরা সর্তক আছি।