Type to search

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কেশবপুরের উপকারভোগীরা

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কেশবপুরের উপকারভোগীরা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে।
যশোরের কেশবপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী-শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবিদের দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে বর্তমান সরকার কর্তৃক গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে কেশবপুরের সকল উপকারভোগীরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এসময় উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, তাজমিন নাহার, কামনা রানী মল্লিক, উজ্জল ব্যানার্জি, খাদিজা বেগম ও আরতি সাহা প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন প্রমুখ। সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায় সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা।
অনুষ্টানে উপজেলার বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতা, গর্ভবতিভাতা,
মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিএফ সহ এলাকার সকল সরকারী উপকার ভোগী, স্কুল-কলেজ ও
মাদরাসার শিক্ষক-কর্মচারী এবং সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকতা
কর্মচারীরা উপস্থিত ছিলেন।