Type to search

পানি নিষ্কাশন না হওয়ায়  প্রকল্পের মাছ ধরার জন্য কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের সেচ কাজের উদ্বোধন

অভয়নগর

পানি নিষ্কাশন না হওয়ায়  প্রকল্পের মাছ ধরার জন্য কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের সেচ কাজের উদ্বোধন

                                  পানি নিষ্কাশন না হওয়ায়  প্রকল্পের মাছ ধরার জন্য
                   ভবদহের বাগদাহ বিল কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের সেচ কাজের উদ্বোধন

অভয়নগর প্রতিনিধি:
গত চার বছর পানির নিচে তলিয়ে আছে চলিশিয়া বাগদহ বিল কৃষি ও মৎস্য প্রকল্পের ৩শ বিঘা জমি। ওই বিলে ১৭৫ জন কৃষকের জমি আছে। জলাবদ্ধতার দরুন ফসল উৎপাদন করতে না পারায় মানবেতর জীবন করছেন তারা। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিজেদের অর্থায়নে বাগদহ বিল কৃষি ও মৎস্য প্রকল্প করে ধান ও মাছ চাষের উদ্যোগ গ্রহণ করা হয়। অথৈ পানি সেচে শুকানো অনেক কঠিন কাজ। কিন্তু উপায় না পেয়ে তারা ওই প্রকল্পের মাছ ধরার জন্য  এবছর পাম্প দিয়ে সেচে শুকানোর উদ্যোগ গ্রহণ করেছেন। এ কাজে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হবে। সোমবার সকাল ১১টায় ওই সেচ কাজের উদ্বোধন কররেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন সাগর, চলিশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানা আব্দুল মান্নান,বাগদাহ বিল কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক সানা, সিনিয়র সভাপতি শেখ আতিয়ার রহমান, সেচ কমিটির আহবায়ক ইকবল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দীন মোল্যা, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ বিশ্বাস, আফজাল হোসেন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বর শেখ ফারুখ হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বর রবিউল ইসলাম রবি, ১,২,৩ সংরক্ষিত মহিলা মেম্বর আমেনা ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।