Type to search

অভয়নগরে ব্রাকের আইনি সুরক্ষা কর্মসূচি দরিদ জনগোষ্টির আস্থা অর্জণ করেছে

অভয়নগর

অভয়নগরে ব্রাকের আইনি সুরক্ষা কর্মসূচি দরিদ জনগোষ্টির আস্থা অর্জণ করেছে

অভয়নগর প্রতিনিধি:

পারিবারিক কলহ মেটাতে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) আস্তা অর্জন করেছে। অভয়নগর উপজেলার নওয়াপাড়ার তালতলায় অবস্থিত ব্রাকের আঞ্চলিক অফিসের মাধ্যমে সমাজের সকল স্তরের লোক এ সুবিধা পাচ্ছেন। এখানে পারিবারিক যে কোন সমস্যার অভিযোগ করলে আইনি ব্যবস্থা অথবা সালিশের মাধ্যমে সমাধান করা হয়।
ওই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিক্তা খাতুন বলেন, তিনি এখানে গত ১০/১০/২০২১ তারিখে যোগদান করেছেন। এই ছয় মাসে তিনি ৬০টি সালিশ করেছেন। এর মধ্যে ৩৫টি মিমাংসা হয়েছে। ১০টি মামলা করেছেন। ১৭ জন নারীর ১০ লাখ টাকার দেনমোহর আদায় করেছেন। তিনি এ পর্যন্ত ৮০ টি অভিযোগ পেয়েছেন। সব অভিযোগের তদন্ত শেষে নোটিশের মাধ্যমে বাদি বিবাদীকে সালিশের জন্য ডাকা হয়। বসুন্দিয়া গ্রামের আকলিমা খাতুন(৩০) জানান তিনি  ব্রাকের মাধ্যমে  দেন মোহরের এক লাখ টাকা হাতে পেয়েছেন। এ ছাড়া গুয়াখোলা গ্রামের হিরা খাতুন, পায়রা গ্রামের মুক্তা খাতুন সহ অনেকে জানান তারা ব্রাকের মাধ্যমে পারিবারিক কলহ মেটাতে পেরে অনেক উপকৃত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *