Type to search

নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাংচুর।

নড়াইল

নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাংচুর।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সদস্য প্রার্থীর নির্বচনী প্রচারনার দুটি গাড়ি ভাংচুর করেছে বিরোধি সমর্থকেরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
শনিবার রাতে ১ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী কালিয়া উপজেলার খান শাহিন সাজ্জাদ (পলাশ) এর প্রচারনা কাজের লোকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারিরা প্রচারণার কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার ভাংচুর করে।
এ হামলার সদস্য প্রার্থী খান শাহিন সাজ্জাদ (পলাশ) এর গাড়িচালক জামাল হোসেন (৪২) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর (সোমবার) নড়াইল জেলা পরিষদ নির্বাচনে কালিয়া উপজেলার ১ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী খান শাহিন সাজ্জাদ (পলাশ) নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার (১৫ অক্টোবর) তার অনুসারীদের নিয়ে ভোটারদের উদ্দেশ্যে প্রচারণা চালান। প্রচারণা শেষে রাত সাড়ে ১০টার দিকে কালিয়া পৌর ভবনে আসেন। এসময় পৌর ভবনের ভেতরে পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ, খান শাহিন সাজ্জাদ (পলাশ)সহ অন্যান্যরা বসেছিলেন। এ সময় বিদ্যুৎ ছিলনা। হঠাৎ সংঘবদ্ধ হয়ে কিছু লোক এসে হামলা চালিয়ে পৌর ভবনের সামনে থাকা দুইটি প্রাইভেটকার ভাংচুর করে। হামলার সময় খান শাহিন সাজ্জাদ (পলাশ)এর গাড়িচালক জামাল হোসেন (৪২) আহত হন। হামলার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ ৩৪জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে দোষীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।